Date/Time
Date(s) - 19/05/2020
11:30 am - 1:30 pm
Categories
বিজ্ঞানীদের জন্য যে বয়সটি সাধারণতঃ সবচেয়ে সৃষ্টিশীল ও ফলপ্রদ সেই বয়সের তরুণ বিজ্ঞানীদের প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যকে সামনে রেখে একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্বের বিভিন্ন দেশে “ইয়ং একাডেমি (YA)” যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করতে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের উদীয়মান ২০ জন শিক্ষক এবং গবেষকের সমন্বয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করে ন্যাশনাল ইয়ং অ্যাকাডেমি অব বাংলাদেশ (NYAB): nyabangladesh.org/ ।
তরুণ গবেষকদের জন্য আগামী ১৯ মে NYAB আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় Webniar (সংক্ষিপ্ত ধারণা নীচে সংযুক্ত)। ঐদিন আলোচনা করা হবে Functional Foods for Immuno-Boosting বিষয়ে।
রেজিস্ট্রেশনঃ https://bit.ly/3dhbJ7w
রেজিস্ট্রেশন ফি প্রদানঃ বিকাশ @ 01715259887, রকেট @ 01736736766
NYAB কর্তৃক আয়োজিত প্রথম Webinar এ আমরা Zoom software টি ব্যবহার করবো। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদেরকে ইমেইল এর মাধ্যমে Zoom Meeting ID and Password পাঠানো হবে। আপনারা গুগল প্লে স্টোর থেকে Zoom App অথবা কম্পিউটারের জন্য Zoom software টি ডাউনলোড করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সহজে বোঝার জন্য একটি YouTube Link শেয়ার করলাম।
https://youtu.be/sOJkfflN8O4 নিয়ে। প্রেজেন্টেশন শেষে থাকবে এক ঘণ্টার প্যানেল ডিসকাশন। রেজিস্ট্রেশন বাবদ যে অর্থ পাওয়া যাবে তা প্রদান করা হবে করোনা আক্রান্ত দরিদ্র মানুষদের মাঝে। আর্থিক সমস্যা থাকলে ছাত্রদের জন্য রেজিস্ট্রেশন ফি মউকুফের ব্যবস্থাও রাখা হয়েছে।